আপনার Facebook ID কি বার বার হ্যাক হয়ে যাচ্ছে?

ফেসবুক আইডির সুরক্ষার জন্য ব্যবহার করতে পারেন 2FA with Authenticator App

আমার পরিচিত অনেকের ফেসবুক আইডি হ্যাক, আইডি চুরি, পেইজ হ্যাক ইত্যাদি খবর পাচ্ছি। তাই সকলের জন্য একটি সচেতনতা মূলক ভিডিও তৈরি করে ফেললাম।

আপনাদের জন্য আজ আমি অথেন্টিকেটর এপের মাধ্যমে ফেসবুক সিকিউরিটি বিষয়ে আলোচনা করছি।

ফেসবুক আইডির সুরক্ষার জন্য ব্যবহার করতে পারেন 2 Factor Authentication. অনেক সময় আমরা মোবাইল নম্বর কে টু-ফ্যাক্টর সিকিউরিটি হিসেবে ব্যবহার করি, মোবাইল হারিয়ে গেলে বা সিম নষ্ট হলে সিম চুরি হয়ে গেলে কিছুটা জটিলতায় পড়তে হয়। তবে অথেন্টিকেশন এপ ব্যবহার করলে সেটা ব্যাকআপ রাখা যায় এবং বাকি সুবিধা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি।

সকলকে অগ্রীম ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *