ক্যানভা কি?

ক্যানভা হলো এমন একটি ওয়েবসাইট/এপস যার মাধ্যমে আপনি বিভিন্ন টেমপ্লেট কাস্টমাইজ করে আপনার কাঙ্খিত ডিজাইন তৈরি করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে নিজের মত করে ডিজাইন তৈরি করতে পারবেন খুব সহজেই। বড় সুবিধা হল ক্যানভা আপনার মোবাইল বা কম্পিউটার উভয় ডিভাইসে ব্যবহার করতে পারবেন। পন্যের ডিজাইন, লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, পোস্ট ব্যানার, ফেসবুক কভার সহ অনেক রকম ডিজাইন তৈরি করতে পারবেন ক্যানভার মাধ্যাম।

ক্যানভার ফ্রি এবং প্রো দুটো ভার্সন ই পাওয়া যায়। ফ্রি ভার্সনে বেসিক কাজ গুলো করে নিতে পারেন। প্রো ভার্সনের মূল্য প্রায় 119.99 ডলারের মত। তবে আপনাদেরকে আমি ফ্রিতেই প্রো ভার্সনের এক্সেস দিয়ে দিবো। তার আগে জেনে নিই যে প্রো ভার্সন দিয়ে আপনারা কি কি সুবিধা নিতে পারবেন।

তবে আপনাদেরকে আমি ফ্রিতেই প্রো ভার্সনের এক্সেস দিয়ে দিবো। তার আগে জেনে নিই যে প্রো ভার্সন দিয়ে আপনারা কি কি সুবিধা নিতে পারবেন।
 

ক্যানভার প্রো ভার্সনে কি কি সুবিধা পাওয়া যায়ঃ

 সকল প্রিমিয়াম ফিচার Unlock করা।
 সোস্যাল মিডিয়াতে শিডিউল ফটো আপলোডের সুবিধা।
 হাই রেজুলেশন ও আনলিমিটেড ডাউনলোড।
 প্রিমিয়াম ফন্ট, গ্রাফিকস, ভিডিও, এনিমেশন, কন্টেন্ট।
 খুব সহজে প্রফেশনাল সিভি তৈরি করতে পারবেন।
 ফটো ভিডিও এর জন্য হাজারো টেমপ্লেট পাবেন।
 
এটি কি ফোনে ব্যবহার করা যাবে‍♀️
‍♀️মোবাইল ফোন এবং কম্পিউটার দুটোতেই চলবে।
‍♂️মেয়াদ লাইফটাইম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *