ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং বলতে বুঝায় ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার বা প্রসার করা। বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করে ঘরে বাইরে দূর-দূরান্তে মানুষের সাথে কথা বলতে পারছি এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদেরকে দেখতেও পারছি। আর সাধারনত ইন্টারনেট ব্যবস্থা কে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে পণ্য বা প্রতিষ্ঠানের মার্কেটিং করাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং।
সহজভাবে যদি বলতে হয় তাহলে, আমরা প্রতিনিয়ত ফেসবুক-টুইটার ইউটিউব এর মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকি এখানে অনেক মানুষ অ্যাক্টিভ থাকেন। আর ডিজিটাল মার্কেটিং এ এসব সামাজিক জনপ্রিয় ওয়েবসাইট গুলো ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগল বা অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে নিজের ব্যবসার প্রচার বা প্রতিষ্ঠা করাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং কেন করব?

ধরুন আপনার একটি পণ্য উৎপাদনের প্রতিষ্ঠান রয়েছে। আপনার এই প্রতিষ্ঠানটি যেখানে রয়েছে সেখানকার কিছু লোক বা তার আশপাশের কিছু লোক হয়তো আপনার এ প্রতিষ্ঠানটি সম্পর্কে জানছে। কিন্তু দূর-দূরান্তের খুব বেশি লোক হয়তো আপনার এই প্রতিষ্ঠানটি সম্পর্কে জানবে না।
তাহলে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার করতে হবে আর এজন্যই আপনাকে ইলেকট্রনিক মিডিয়া গুলো যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল এদের মত ওয়েব সাইটগুলোতে আপনার ব্যবসা প্রতিষ্ঠান প্রচার বা প্রসার করতে হবে। তাহলে আপনি এখান থেকে কাঙ্ক্ষিত পরিমাণে কাস্টমার আপনার ব্যবসার জন্য পাবেন। আর এর মাধ্যমে আপনার ব্যবসার পরিধি ও বাড়বে এবং আপনার কাস্টমার অনেক তৈরি হয়ে যাবে। যা আপনার ব্যবসাটিকে দ্রুত বড় করতে সাহায্য করবে।
বর্তমানে যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবাই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তারা তাদের প্রচারণা চালায়। আর এতে করে তারা অনেক সুবিধা পেয়েছে কাস্টমার বাড়ানোর জন্য। তাছাড়া এর মাধ্যমে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আরো অনেক মানুষ চিনবে।
আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো পোস্টে আরো বিস্তারিত লেখার চেষ্টা করবো।
সকলকে অগ্রীম ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *