✅ SSL Certificate কি?

SSL এর পুরো শব্দ হল Secure Sockets Layer। মুলত SSL যুক্ত সাইটের URL এ HTTP এর পরে এক্সট্রা একটা S যুক্ত থাকে। এই S হচ্ছে Secure (স্ক্রিনশট সংযুক্ত)

SSL হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে ওয়েব সার্ভার (হোস্ট) এবং ওয়েব ব্রাওজার (ইউজার) এর মধ্যে একটি ইনক্রাপ্টেড কানেকশন স্থাপিত হয়

অর্থাৎ সহজ ভাবে বলতে গেলে কোন ইউজার যখন SSL যুক্ত কোন ওয়েব সাইট তার ব্রাওজারে ওপেন করে তখন ওয়েব সার্ভার তার ব্রাওজারে ইনক্রিপটেড ডাটা প্রেরন করে। এই ক্ষেত্রে থার্ডপার্টি কেউ ঐ ডাটা পড়তে পারে না। এতে করে SSL যুক্ত একটি ওয়েবসাইটে ইউজার যে ডাটা ইনপুট করে এইটা নিরাপদ থাকে। যেমন ওয়েব সাইটের আইডি পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ইনফর্মেশন, ইউজারের পার্সোনাল ইনফর্মেশন ইত্যাদি।

তার মানে হলো কোনো ওয়েবসাইটে SSL না থাকলে সেখানে আপনার তথ্য সুরক্ষিত নয়।

এবার আসি আপনি ওয়েবসাইটের মালিক হলে আপনার কাছে SSL Certificate এর গুরুত্ব কতখানি?

✅

 কেন আপনি আপনার ওয়েবসাইটে SSL ব্যবহার করবেন?

 আপনার সাইটে SSL থাকলে সহজেই গুগলে Rank পাবেন। কারন গুগল SSL ওয়ালা সাইটগুলোর ক্ষেত্রে Ranking বুস্ট করে। এই বিষয়ে বিস্তারিত জানতে SSL নিয়ে গুগলের অফিসিয়াল ব্লগটিউনটি দেখতে পারেন।
 SSL ব্যবহার করলে আপনার সাইটে আপনার কাস্টমার/ভিজিটর এর আপনার সাইটের প্রতি বিশ্বাস বৃদ্ধি পাবে। ফলে আপনি অধিক ভিজিটর ও ব্যবহারকারী পাবেন আপনার সাইটে।
 আপনার যদি মেম্বারশীপ সাইট হয় (যেমন ব্লগ, ফোরাম, কমিউনিটি সাইট) তবে আপনার ভিজিটর মেম্বারদের গুরুত্বপুর্ন ইনফরমেশন যেমন নাম ঠিকানা, পাসওয়ার্ড হ্যাকারদের কাছে থেকে সুরক্ষিত রাখবে।
 আপনার সাইটে যদি ফর্ম এর মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন সাবমিট এর ব্যাবস্থা থাকে (যেমন কন্টাক্ট ফর্ম এর মাধ্যমে জব এপ্লিকেশন, অর্ডার সাবমিট ইত্যাদি) তবে আপনার ভিজিটরের এসব সেনসেটিভ ইনফরমেশন হ্যাকারদের থেকে রক্ষা করতে আপনার SSL ব্যবহার করা উচিত।
এক্ষেত্রে আপনার হোস্টিং প্রোভাইডার থেকে আপনি SSL Certificate বুঝে নিবেন। বর্তমানে অনেক হোস্টিং প্রোভাইডারই SSL ফ্রিতেই প্রোভাইড করে। আপনি অধিক সুরক্ষার জন্য প্রিমিয়াম SSL ও ব্যবহার করতে পারেন।
 
কারো বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট কিংবা আমাকে যেকোনো সময় কল বা মেসেজ করতে পারেন।
সকলকে অগ্রীম ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *